‘যদি টাকা না দিস তাহলে...’

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৩৮

‘চানদু পোলা হারুন তুই টাকা দিবি বিষ হাজার। যদি না দিস তাহলে তোর মেয়ে কে মেরে ফেলব। আমরা কারো ভয় দেখাই না। আমরা যা করি তাই বলি। কোন চালাকি করার চেষ্টা করবি না, তাহলে মেরে ফেলবো। জীবনটা তোর, আর মানুষকে জবাই করাই আমাদের পেশা। টাকা না দিলে তোদের মুরগি মাইরা ফালামু। আমরা গোবিন্দাসীর ‘নতুন সর্বহারা’ টাকা দিবি।’

সাদা এক টুকরো কাগজে গত শুক্রবার (০৪ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বহারা পরিচয়ে টাকা চেয়ে চিঠি দেয়া হয়েছে হারুন নামে এক মুরগি ব্যবসায়ীর কাছে। টাকা না পেলে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে তাকে। হারুন উপজেলার গোবিন্দাসী গ্রামের চান্দু মিয়ার ছেলে।

মুরগি ব্যবসায়ী হারুন জানান, হালখাতার কাজ শেষ করে শুক্রবার রাত ১১টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে একটি চিঠি দেখতে পাই। চিঠিতে বিশ হাজার টাকা দাবি করা হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) রাত ২টার মধ্যে টাকা না পেলে আমাকে ও আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।

হারুনের পিতা চান্দু মিয়া বলেন, ‘চিঠিতে আমার ছেলে এবং নাতনিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। চিঠির বিষয় নিয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা সবাই আতংকে রয়েছি।’

উপজেলার গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, ‘ঘটনাটি শুনেছি। হারুনের পরিবারকে থানায় গিয়ে একটি জিডি করার পরামর্শ দিয়েছি।’

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :