হাসিনা-মোদি বৈঠক: যেভাবে হাইলাইট হলো দুই দেশের মিডিয়ায়

জায়েদুল আহসান পিন্টু
| আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:০৪ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৪৭

শেখ হাসিনা-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ ও ভারতের সংবাদপত্রগুলো কে কেমন গুরুত্ব দিল। কোন বিষয়গুলোকে কিভাবে হাইলাইট করলো, গণমাধ্যমের দৃস্টিভঙ্গি বোঝার জন্য শুধু শিরোনামগুলো যথেষ্ট।

বাংলাদেশ:

প্রথম আলো: ৩ কলাম লিড নিউজ। “ফেনী নদীর পানি নিবে ভারত, হাসিনা মোদি বৈঠক। তিস্তা নদীর পানি নিয়ে অগ্রগতি নেই।”

সমকাল: ৫ কলাম লিড নিউজ-‘সম্পর্কের উচ্চতায় উচ্ছাস।’ দ্বিতীয় আরো একটি সংবাদ ‘কী পেল বাংলাদেশ’ বিশেষজ্ঞদের অভিমত নিয়ে তৈরি প্রতিবেদন।

বণিক বার্তা: ৩ কলাম দ্বিতীয় প্রধান শিরোনাম: ৭ চুক্তি ও এমওইউ সই, তিন প্রকল্প উদ্বোধন।

বাংলাদেশ প্রতিদিন: ৪ কলাম লিড নিউজ। দিল্লিতে হাসিনা –মোদি বৈঠক।

কালের কন্ঠ: তিন কলাম লিড নিউজ, ফেনী নদী থেকে ভারতকে পানি দিল বাংলাদেশ।

দ্যা ডেইলি স্টার: লিড নিউজ: ‘ফেনি ওয়াটার গিভেন, ওয়েট অন ফর তিস্তা’।

যুগান্তর: ‘তিস্তা চুক্তির অপেক্ষায় বাংলাদেশ’

ইত্তেফাক: সেকেন্ড লিড নিউজ: ফেনী নদীর পানি প্রত্যাহার করতে পারবে ভারত। ভেতর পাতায় বিডিনিউজের সুত্রে, ‘যৌথ বিবৃতিতে নেই এনআরসি’।

অবজারভার: ‘হাসিনা মোদি এগ্রি টু অ্যাডভান্স টাইস’।

ঢাকা ট্রিবিউন: ‘ঢাকা, দিল্লি সাইন ৭ বাইলেটেরাল ডকুমেন্টস’

ভারত:

টাইমস অব ইন্ডিয়া: ৩ কলাম লিড নিউজ, ‘বাংলা: এনআরসি রিমেনস আ কনসার্ন, উইল ওয়েট অ্যান্ড সি’। ভেতরের পৃষ্ঠার আরো একটি খবর- ‘হাসিনা সিকস ইন্ডিয়াজ হেল্প অন রোহিঙ্গা’।

‘হিন্দুস্তান টাইমস’, লিড নিউজ, ‘ইন্ডিয়া, বাংলাদেশ ভাউ টু বুস্ট টাইজ, স্টেপ আপ কোস্ট সিকিউরিটি’। সাব হেডিং, ‘মোদি-হাসিনা মিট, এনআরসি ইন্টারনাল ম্যাটার, প্রসেস ইজ কোর্ট মনিটরড, ঢাকা টোল্ড’। ভেতরের পৃষ্ঠায় চার কলম আরো একটি খবর, ‘অ্যাসুয়র্ড এনআরসি ইন্ডিয়াজ ইন্টারন্যাল ম্যাটার, বাংলাদেশ ফরেন সেক্রেটারি’।

দা ইন্ডিয়ান এক্সপ্রেস , পাঁচ কলাম লিড নিউজ, ‘হাসিনা ইন ইন্ডিয়া’। তার নিচে পাঁচ কলম জুড়ে ‘ইন্ডিয়া, বাংলাদেশ সাইন সিকিউরিটি, ট্রেড ডিলস, স্পিক ইন ওয়ান ভয়েস অন টেরর’। সাব হেডিং, ‘ডিসকাশন অন এনআরসি অ্যালং সেম লাইনস অ্যাজ ইন নিউ ইয়র্ক মিটিং’। প্রথম পৃষ্ঠায় তিন কলাম আরও একটি খবর, ‘‘পয়েজড ফর ‘গোল্ডেন চ্যাপটার’, নেবার্স লুক টু বিল্ড আ ব্রাইট শেয়ার্ড ফিউচার’।

মিলেনিয়াম পোস্ট, ছয় কলা লিড নিউজ, ‘টকস উইথ হাসিনা উইল এনার্জাইস বাইল্যাটারাল রিলেশনস: পিএম মোদি’।

‘দা ইকোনমিক টাইমস’ চার কলা, ‘দিল্লি, ঢাকা সাইন সারভেলেন্স অ্যান্ড কানেকটিভিটি প্যাক্টস’।

আনন্দবাজার পত্রিকা, ‘সাত চুক্তি সই করল ঢাকা-দিল্লি’।

সংবাদ প্রতিদিন, ‘প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ তিন প্রকল্পের সূচনা’।

এই সময়, ‘মোদি-হাসিনা বৈঠকে নজরে এনআরসি-তিস্তা’।

লেখক: এডিটর, ডিবিসি নিউজ।

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :