প্যারিসে ১০ পূজা মণ্ডপ

এ,কে মামুন, ফ্রান্স
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৫২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গা পূজাকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা রাজধানী প্যারিসে দশটি পূজামণ্ডপের আয়োজন করেছে।

শনিবার মহা আয়োজনের মধ্যদিয়ে মহাসপ্তমী উদযাপন করা হয়।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীৱ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এছাড়া উপস্থিত ছিলেন ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, প্রবাসের মাটিতে এরকম আয়োজন করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সফলভাবে পূজা আয়োজন করতে সক্ষম হয়েছি। প্রবাসের মাটিতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ছাড়া যেকোনো উৎসবই কষ্টদায়ক- তারপরও কমিটির সকলে মিলে একসাথে পূজা উদযাপন করতে পেরে কিছুটা আনন্দ উপভোগ হচ্ছে। প্রতিটি মণ্ডপেই প্যারিসের শিল্পীসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীদের মাধ্যমে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পরে সকলকে প্রসাদ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :