মণ্ডপে নাচতে না দেয়ায় মারামারি, ১৬ জনের দণ্ড

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ২২:১১

কুমিল্লার হোমনায় পূজামণ্ডপে ডিজে মিউজিক বাজিয়ে নাচতে না দেয়ায় সংগঠিত মারামারির অপরাধে ১৬ জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের রঞ্জিত সাহার বাড়ির সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের বাইরে এ ঘটনা ঘটে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এদের ১৪ জনকে দশ দিনের জেল এবং দুই সিএনজি অটোরিকশা চালককে এক হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- অমিত সরকার, সজিব সরকার, সম্পদ সরকার, প্রমিত সাহা, রাজু সরকার, সিপন সরকার, দেবব্রত চন্দ্র সরকার, শাহিন, আল আমিন, শামীম, জাভেদ, জুয়েল, ইব্রাহিম ও আরিফ। জরিমানাপ্রাপ্ত সিএনজি অটোরিকশার চালকরা হলেন- শাহ জালাল ও ইব্রাহিম। সাজাপ্রাপ্তদের সোমবার কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা বলেন, রবিবার রাত ৯টার দিকে পূজামণ্ডপে গিয়ে নাচানাচি করতে না দেয়ায় মণ্ডপ থেকে বেরিয়ে তারা গেইটের কাপড় এবং তার ছিঁড়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেখানে রাতে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে দশ দিনের জেল এবং দুই সিএনজি চালককে এক হাজার টাকা করে জরিমানা দণ্ড দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :