জর্ডানের ডিপ্লোম্যাটিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ২২:২১

জর্ডানে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমেটিক বাজার। ৫ অক্টোবর জর্ডানে ৫৫তম আন্তর্জাতিক অনুষ্ঠানে রাজধানী আম্মানের আল হোসেন ইয়ুথ সিটিতে বাংলাদেশ ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, ইয়েমেন, লেবানন, ইরাক, সৌদি আরব, চীন, মালেশিয়াসহ জর্ডানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলো অংশগ্রহণ করে।

বেলা ১১টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকাল ৬টা পর্যন্ত।

অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশ দূতাবাসের স্টলসহ বিভিন্ন দেশের স্টলগুলো পরিদর্শন করেন। জর্ডানের প্রিন্সেস বাসমা বিনতে তালাল অনুষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন।

ডিপ্লোম্যাটিক বাজার অনুষ্ঠানে বাংলাদেশের স্টলে হস্তশিল্প, কারুশিল্প, গার্মেন্ট পণ্য, বস্ত্র, ঔষধ, খাবার ইত্যাদি প্রর্দশন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশি স্টলে পরিদর্শন করেন এবং বাংলাদেশের বিভিন্ন পণ্যের প্রশংসা করেন। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফ্যায়ার্স ও প্রথম সচিব মনিরুজ্জামান আগত অতিথিদের বাংলাদেশ দূতাবাসের স্টলে আমন্ত্রণ জানান।

জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :