আবরারের দ্বিতীয় জানাজায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৯:৫৮ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৯, ০৯:৫৩

কুষ্টিয়ায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের। সকাল ছয়টার দিকে জানাজা হলেও তাতে শত শত মানুষ অংশ নেন।

ঢাকা থেকে লাশ কুষ্টিয়ায় আসছে এমন খবরে ভোর থেকেই মানুষের ঢল নামে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদ প্রাঙ্গণে। লাশবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছার সঙ্গে সঙ্গেই সেটিতে ঘিরে ধরে মানুষ। এরপর শত শত মানুষের উপস্থিতিতে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে আবরার ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এখন তার লাশ নেওয়া হয়েছে আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে। সেখানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

রবিবার দিনগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দোতলায় আবরার ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে সোমবার ওই হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকাটাইমস/৮অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :