আবরার হত্যায় নোয়াখালীতে প্রতিবাদ, পুলিশের বাধা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৯, ১৪:৫৮

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় পুলিশ তাতে বাধা ও লাঠিচার্জের চেষ্টা করেছে বলে অভিযোগ করছেন তারা।

তবে পুলিশ বলছে, আবরার হত্যার ঘটনাকে ইস্যু করে বহিরাগত জামায়াত-শিবিরপন্থীরা শহরের প্রধান সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের সরিয়ে দেয়া হয়েছে। পরে তারা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশে করে তারা। আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

শিক্ষার্থীরা জানান, তারা টাউন হলের মোড়ে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের লাঠিচার্জ করার চেষ্টা করে ওই স্থান থেকে তাড়িয়ে দেয়। পরে তারা বাধা উপেক্ষা করে প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে আবরার হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, মানববন্ধন করতে সোনাইমুড়ী, চাটখিলসহ বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের কর্মীরা এসেছে। তাদের মধ্যে শহরের কোন শিক্ষার্থী ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাউন হলের মোড় থেকে তাদের সরিয়ে দেয়া হয়েছে। তবে তাদেরকে ধাওয়া বা কোন প্রকার লাঠিচার্জ করা হয়নি।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :