‘হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয়’ তদারকিতে মাঠে এসপি

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:০৭

ট্রাফিক আইন মেনে চলাসহ সড়কে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নড়াইলে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে না। বিষয়টি মাঠ পর্যায়ে তদারিক করতে মাঠে নেমেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের তেল পাম্পগুলো পরিদর্শন করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশনা দেন তিনি।

এদিকে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের পাম্প থেকে তেল না দেয়ার জন্য মালিক ও কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়। এ সময় যারা হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে গাড়ি ব্যবহার করেছেন, তাদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর অঞ্চল) শেখ ইমরান, সদর থানার ওসি ইলিয়াস হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামান, নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু, তেল পাম্প মালিক সালমা রহমান কবিতাসহ বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :