ভৈরবে অস্ত্র-গুলিসহ কারবারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:১৮

ছয়টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও তিন রাউন্ড গুলিসহ ‘অস্ত্র কারবারি’ কাজলকে আটক করেছে র‌্যাব। আটক কাজল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ভুইয়াপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঋষি পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান।

এসময় তিনি জানান, গোপন সংবাদে জানতে পারেন একজন মাদক ও অস্ত্র কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক এবং নিজে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রয় করে। এসব তথ্যে র‌্যাব ভোর ৪টার দিকে ব্রাহ্মণড়িয়া জেলার সদরের ঋষি পূর্বপাড়ার মান্নানের বাড়ির পেছনে কাঁচা রাস্তায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র কারবারি কাজল মিয়াকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে স্থানীয়ভাবে তৈরি ছয়টি আগ্নেয়াস্ত্র (পাইপ গান), অস্ত্র তৈরির সরঞ্জাম ও তিন রাউন্ড গুলি (রাবার বুলেট) উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তির নিকট থেকে জানা যায়- সে নিজেই বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে এবং বিভিন্ন লেদ মেশিনে পাইপ কেটে এনে বাড়িতে বসে আগ্নেয়াস্ত্র (পাইপগান) তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :