আবরারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৩০

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)- এর তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।

সংগঠনটির একটি শোকবার্তায় জানানো হয়, ‘একটি ফেসবুক স্ট্যাটাসে ভিন্নমত পোষণের কারণে আবরার ফাহাদকে রবিবার রাতে ছাত্রলীগের কিছু বিপথগামী নেতাকর্মী নৃসংশভাবে হত্যা করে। শিক্ষাপ্রতিষ্ঠানে এই বর্বোরচিত হত্যাকাণ্ড সমগ্রজাতিকে ক্ষুব্ধ এবং মর্মাহত করেছে। ইতোমধ্যে আবরার হত্যার ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এই বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :