অবৈধ বালু উত্তেলনের বিরুদ্ধে অভিযান

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:০০

ময়মনসিংহে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনটি ড্রেজার মেশিন ও পাঁচটি নৌকা ধ্বংস করা হয়েছে। বুধবার দিনব্যাপী ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন ও পাঁচটি নৌকা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাঈদুল ইসলাম ও মনোনীতা দাস। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরবর্তীতে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে- এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :