পাবনায় গৃহবধূ হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:০১

পাবনার সুজানগর উপজেলার চরদুলাই গ্রামে গৃহবধূ বীথি খাতুনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত গৃহবধূর স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন নারী সংগঠনের নেতারা অংশ নেন।

এর আগে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর আগে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বীথির সাথে চরদুলাই গ্রামের মিলনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিলন যৌতুকের জন্য বীথিকে মাঝে মধ্যে নির্যাতন করত। গত ৫ অক্টোবর যৌতুকের টাকার জন্য মিলন তার সহযোগীদের নিয়ে বীথিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। ঘটনা জানাজানি হলে তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

বক্তারা মিলনসহ সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :