আবরার হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল জগন্নাথ

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:৪৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি নামে একটি সংগঠন ক্যাম্পাসে পথনাট্য প্রদর্শন করে। এছাড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা আজকে শুধু আবরার হত্যাকাণ্ডের বিচার চাইতে আসিনি। গত ১৯ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে যত হত্যাকাণ্ড হয়েছে আমরা কোনোটিরই পূর্ণাঙ্গ বিচার পাইনি। প্রতিবারই আমরা রাস্তায় নেমেছি কিন্তু তারা ক্ষমতার দাপট দেখিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডেও আমরা তাই দেখেছি। এই দেশ এই সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে। যারা আমাদের এই অধিকার কেড়ে নিতে চায় তাদের রুখে দিতে হবে।’

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে জবি ক্যাম্পাস ও আশপাশের রাস্তাঘাট। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, ‘হলে হলে সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ’, ‘দিয়েছি রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে।’

বেলা সাড়ে ১১টায় নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে। মানববন্ধনে তারা সাবেক নটরডেম শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করে। এসময় মানববন্ধনে আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগানের প্লে-কার্ড হাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দুপুর ১২টায় ক্যাম্পাসে মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নুর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মীজানুর রহমান। উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি কোনো শিক্ষার্থী অপর শিক্ষার্থীকে থাপ্পড়ও দেয়, অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো। আজকের ঘটনা নিয়েও যদি কেউ অভিযোগ দেয়, তদন্ত সাপেক্ষে আমরা এর বিচার করব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়।’

এর আগে সকাল নয়টায় বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল চলার সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে ধাওয়া করলে ছাত্রদল কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ছয়জন আহত হন এবং দুজনকে পুলিশ আটক করেছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আবরাবকে পিটিয়ে হত্যা করেছে৷ এই হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিলরত অবস্থায় ছাত্রলীগ আমাদের কর্মীদের ওপরে হামলা চালিয়েছে এবং দুজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ক্যাম্পাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ক্যাম্পাসে নিয়মিত আসবো। এতে কেউ বাধা দিলে এর জবাব ক্যাম্পাসেই দেয়া হবে।’

এবিষয়ে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি ঘটনা শোনার পর আমরা গিয়ে দুজনকে উদ্ধার করে এনেছি। তাদের আটক করা হয়নি, তারা আমাদের হেফাজতে রয়েছে। আমরা যাচাই-বাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেব।’

এরপর বেলা ১টায় আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথনাট্য ‘অবয়ব’ প্রদর্শন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি নামের একটি সংগঠন।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/আইএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :