ধানক্ষেতে বিষ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:০০ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৫৭
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে আমন ধানক্ষেতে স্প্রে মেশিনে বিষ দিতে গিয়ে নূরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জামুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য বন্দেছ আলী জানান, নূরুল ইসলাম মূলত একজন কৃষক। পাইজম ধানক্ষেতে পোকা আক্রমণ করায় সকালে বাজার থেকে কীটনাশক (বাসোডিন) কিনে নিয়ে আসেন তিনি। পরে দুপুরে একই গ্রামের সেলিমের কাছ থেকে কীটনাশক প্রয়োগের মেশিন ভাড়া করে নিয়ে ক্ষেতে যায়। চোখে মুখে কোনো প্রকার কাপড় না বেঁধে তিনি স্প্রে করা শুরু করেন। স্প্রে করার কাজ প্রায় শেষ এমন সময় হঠাৎ দমকা বাতাস শুরু হয়। উল্টো দিক থেকে বাতাস এসে বিষ তার নাক, মুখ ও চোখে লাগে। অল্প সময়ের মধ্যেই তিনি ক্ষেতে লুটিয়ে পড়েন।

বিষয়টি তার ছেলে ও আশেপাশের লোকজন দেখে তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :