আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ২০:৩৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উত্তর কলাগাছিয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে ছালেহা বেগমকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। বুধবার সকালে পুলিশ নিহতের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের পিতা হাসান আলী জানান, ১৫ বছর আগে মাধবদী থানার খাদিমার চর গ্রামের মোবারক হোসেনের সঙ্গে ছালেহার বিয়ে হয়। বিয়ের পর থেকে মোবারক হোসেন তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকত। ইতোমধ্যে তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান হয়েছে। ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে নিদ্রা যাপন করে। মধ্যরাতে মোবারক তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার সাক্ষী নিহতের ছেলে মেহেদী হাসান নিজেও। ঘটনার পর ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ছালেহাকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে এবং পুলিশে সংবাদ দেয়।

নিহতের বোন পারভিন জানান, ছালেহা সৌদি আরব থাকত। দেড় থেকে দুই মাস হয় দেশে আসে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এ হত্যাকাণ্ড নিহতের স্বামী মোবারক হোসেন ঘটিয়েছে। তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

এ ব্যাপারে নিহতের পিতা হাসান আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তবে হত্যার কারণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :