সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৭

ঢাকাটাইমস ডেস্ক

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল আইসিপিসি ঢাকা রিজিওনাল সাইটের প্রাথমিক বাছাই পর্ব।

অনলাইন এ প্রতিযোগিতার জন্য কোডমার্শাল সাইট ব্যবহার করা হয় এবং এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১৭৭৬টি দল অংশগ্রহণ করে। এছাড়া স্কুল-কলেজ পর্যায় থেকে ১৬টি দল অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জনের জন্য। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে ১৯৫টি দল কোটা ও মেধারভিত্তিতে রিজিওনাল কন্টেস্টের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

আগামী ১৫ থেকে ১৬ নভেম্বর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বিজয়ী দল ২০২০ সালে মস্কোতে অনুষ্ঠিতব্য আইসিপিসি বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)