আবরারের স্মরণে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বালন

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ২১:৩৩

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন করে প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

এসময় শহীদ মিনারের বেদিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে মোমবাতি ও মুখে কালো টেপ পেচিয়ে প্রায় ৩০ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা করে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে এসে শেষ হয়।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জের ধরে আবরার ফাহাদকে ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচ তলা ও দুই তলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)