আলফাডাঙ্গায় ভাঙনে বাড়ি-ঘর, ফসলি জমি মধুমতিতে

মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা (ফরিদপুর)
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ১৫:২৭

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ও টগরবন্দ ইউনিয়নে মধুমতি নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ। এবারের নদী ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে সরকারি আশ্রয়ন প্রকল্পের বাড়ি-ঘর, মসজিদসহ শত শত একর ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সড়ক, খেলার মাঠ, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, গোপালপুর ইউনিয়নের বাজড়া পশ্চিমপাড়া জামে মসজিদ, বসতভিটাসহ ফসলি জমি নদীতে তলিয়ে গেছে। আর কয়েক দিনের মধ্যেই হয়তো নদীগর্ভে চলে যাবে ৫৮নং বাজড়া-চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজড়া-চরপাড়া সড়কসহ অনেক বসতভিটা।

এদিকে টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া আশ্রয়ন প্রকল্পের অনেকাংশ নদীতে চলে গেছে। এ ইউনিয়নের চরআজমপুর মৌজার প্রায় ৭৫ ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। চরডাঙ্গা, রায়েরপানাইল গ্রামের বাড়িঘর, গাছপালা, ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে।

এলাকাবাসী জানায়, জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব স্থায়ী কোনো বাঁধের ব্যবস্থা করলে হয়তো বেঁচে যাবে বিভিন্ন সরকারি স্থাপনা, বসতভিটাসহ ফসলি জমি।

তাদের দাবি, যত দ্রুত সম্ভব এ ভয়াবহ নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে দেয়ার।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সন্তোষ কর্মকার বলেন, ‘তাৎক্ষণিক গুরুত্ব বিবেচনা করে জিও ব্যাগ ফেলা হচ্ছে। সারাদেশেই নদী ভাঙন আছে, তাই হঠাৎ করে কোনো প্রকল্প নেয়া সম্ভব না। তবে ভাঙন এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা পাউবোর রয়েছে। এ ব্যাপারে হিসাব-নিকাশ করে প্রস্তাবনা পাঠানো হবে।’

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :