প্রধানমন্ত্রীর ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে জয়পুরহাটে আনন্দ র‌্যালি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ১৭:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পাওয়ায় জয়পুরহাটে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এক আনন্দ র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিস কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- স্বাস্থ্য পরিদর্শক সাইদুর রহমান, সহ-স্বাস্থ্য পরিদর্শক বজলুর রশীদ, স্বাস্থ্য সহকারী সোহেল মজিদ, বুলবুল আহম্মেদ,আব্দুল হামিদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীর বেতন গ্রেড উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবার মূল কারিগর স্বাস্থ্য সহকারীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন তারা।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :