সাতক্ষীরায় গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ১৯:০৮

সাতক্ষীরার কলারোয়ায় অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূকে শ^াসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে।

নিহত গৃহবধূর নাম পিয়া খাতুন। তিনি উপজেলার ধানদিয়া গ্রামের রাজু হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আটক করা হয় স্বামী রাজু হোসেনকে।

পিয়া খাতুনের বাবা উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আকতারুল ইসলাম জানান, মেয়ে ছোট থাকতে ক্যান্সারে আক্রান্ত হয়ে পিয়ার মা মারা যায়। পরে সে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর সাথে মেয়ের বনিবনা না হওয়ায় গত দুই বছর আগে অপ্রাপ্ত বয়সে পিয়াকে ধানদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজু হোসেনের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় গরু ছাগল বিক্রি করে ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। এরই মধ্যে মেয়ে পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে।

তিন মাস আগে থেকে রাজু হোসেন যৌতুক হিসেবে আরও কিছু টাকার জন্য মেয়েকে চাপ সৃষ্টি করে আসছিল। বিষয়টি নিয়ে পিয়ার মামা আরিজুল ইসলাম জামাই রাজু হোসেন ও পিয়াকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে দুজনের সাথে কথা বলে মীমাংসা করে দেয়। এ নিয়ে গত দুই মাস ধরে দুজনের মধ্যে অশান্তি বিরাজ করছিল।

নিহত পিয়ার মামা আরিজুল ইসলাম জানান, গত বুধবার রাতের খাবার শেষে রাজু হোসেন পিয়াকে ফের যৌতুকের টাকা নিয়ে আসার কথা জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে অন্যত্র বিয়ে করবে বলেও হুমকি দেয়। এ নিয়ে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজু হোসেন পিয়ার গলা টিপে ধরলে পিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার গলায় দড়ি বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে পিয়া আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

থানাহাজতে আটক নিহত পিয়ার স্বামী রাজু হোসেন জানান, সাংসারিক বিষয় নিয়ে স্ত্রী পিয়ার সাথে মাঝে মধ্যে কথা কাটাকাটি হয় ঠিকই। তবে যৌতুকের দাবি সঠিক নয়।

তিনি আরো জানান, রাতের খাবার খেয়ে দুজনে একই ঘরে ঘুমিয়ে ছিলাম। সকালে ঘরের আড়ার সাথে পিয়াকে ঝুলতে দেখে প্রতিবেশীদের খবর দিই। কি কারণে বা কার উপর অভিমান করে পিয়া আত্মহত্যা করেছে- তা সে জানে না।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনির-উল-গিয়াস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি মনে করেন। এ ঘটনায় থানায় নিহতের বাবা আক্তারুল ইসলাম বৃহস্পতিবার জামাতা রাজু হোসেনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। নিহতের স্বামী রাজু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে পিয়ার লাশ তার স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :