মধুখালীতে বৃত্তি প্রদান অনুষ্ঠান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ১৯:১০

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের ‘ঘোড়াচুলা কলাগাছি শিক্ষা সংস্কৃতি ফাউন্ডেশন’-এর আয়োজনে ও অর্থায়নে ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামুন্দি কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন মেধাবী শিক্ষার্থী ও একজন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি ও ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের সভাপতিত্বে ও প্রভাষক বিজয় দাসের সঞ্চালনায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্র্যাক ব্যাংকের হেড অব ক্রেডিট বিপ্লব কুমার দাস, বালিয়াকান্দি উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিল্পী দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক গৌর চন্দ্র দাস, সহকারী শিক্ষক সাধন কুমার মজুমদার, কাদিরদী কলেজের প্রভাষক বিপুল রায়, সাংবাদিক মতিয়ার রহমান মিঞা, ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিটন মজুমদার, শৈলেন দাস প্রমুখ।

২৫ জন মেধাবী শিক্ষার্থী যথাক্রমে ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অময়ী দাস, পূজা দাস, অভিক দাস, নিরব দাস, ফাল্গুনী মন্ডল, আমির হামজা, শুভ সরকার, অনুপ মজুমদার, শাবন্তী দাস, তন্বী সরকার, ঐশী দাস, ঝুমুর দাস, বামুন্দি কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঞ্জিব সেন, ফারদিন শেখ, তৃষা মণ্ডল, মারুফ শেখ, চৈতি বিশ্বাস, অরিত্র মণ্ডল, অঞ্জন সরকার, অহনা রায়, প্রান্তী রায়, অনুপ বিশ্বাস, সূচনা বিশ্বাস, অনিক বিশ্বাস, হেমন্ত রায়।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :