জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ২০:৪৬

জয়পুরহাটে মাদক মামলায় নিলিফা বেগম নামে এক নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন।

নিলিফা বেগম জয়পুরহাট সদর উপজেলার বালিয়াতৈর গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। ওই সময় পলিথিনে মোড়ানো ৪৫ গ্রাম হেরোইনসহ নিলিফা বেগমকে আটক করে বিজিবি সদস্যরা। এ ব্যাপারে বিজিবি কয়া ক্যাম্পের হাবিলদার জিয়াউর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :