গাজীপুরে ১২ টন প‌লি‌থিন জব্দ

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ২২:০২

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপু‌র সি‌টি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চা‌লিয়ে ৫টি দোকান থেকে প্রায় ১২ টন প‌লি‌থিন শপিং ব্যাগ জব্দ করে‌ছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্প‌তিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও প‌রিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদাল‌ত পরিচালনা ক‌রেন।

গাজীপুর প‌রিবেশ অধিদপ্ত‌রের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচাবাজা‌রে নি‌ষিদ্ধ ঘো‌ষিত প‌লি‌থিন বিরোধী অ‌ভিযান চালা‌নো হয়। পরে ওই বাজারে ৫টি প‌লি‌থিন বি‌ক্রির দোকা‌ন থেকে প্রায় ১২ টন প‌লি‌থিন শ‌পিং ব্যাগ জব্দ করা হয়। এসময় এক প‌লি‌থিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপ‌স্থি‌তি টের পেয়ে অন্য প‌লি‌থিন ব্যবসায়ীরা পালি‌য়ে যায়। জব্দ প‌লি‌থিন শ‌পিং ব্যাগের মূল্য আনুমা‌নিক ৩০ লাখ টাকা।
তি‌নি জানান, নি‌ষিদ্ধ ঘো‌ষিত পলি‌থিনবি‌রোধী অ‌ভিযান অব্যাহত থাক‌বে।
এসময় উপ‌স্থি‌ত ছিলেন, গাজীপুর পরিবেশ অ‌ধিদপ্ত‌রের প‌রিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, আব্দুর রাজ্জাক ও আনসার ব্যাটলিয়ন সদস্যরা।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)