যশোরে বাল্যবিয়ে পণ্ড

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ২২:২১

যশোরের মণিরামপুরে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান আদালত পরিচালনা করে এই আয়োজন পণ্ড করে দেন।

এসময় বর ও কনের পিতাকে আটক করে আদালত। পরে তাদের পৃথকভাবে একমাস করে সাজা দেয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার গালদা গ্রামের মৃত সামছের সরদারের ছেলে দুবাই প্রবাসী ইমদাদুল ইসলাম ও কনের পিতা দীঘিরপাড় গ্রামের আব্দুল বারেক সরদার।

অভিযানে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন উপস্থিত ছিলেন। তিনি জানান, ইমদাদুল ইসলামের সাথে দীঘিরপাড় গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। দুপুরে কনের বাড়িতে খাওয়া-দাওয়া ও বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে আদালত সেখানে হাজির হয়। আদালত দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে ইমমাদুল। পরে পুলিশ তাড়া করে তাকে আটক করে। একই সাথে আটক করা হয় কনের পিতা আব্দুল বারেক সরদারকে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সার্ভেয়ার আব্দুল মান্নান বলেন, ইমদাদুল ইসলাম ও আব্দুল বারেক সরদারকে একমাস করে সাজা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :