বার্সেলোনায় শারদীয় দুর্গোৎসব উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ২২:৪১

নানা আয়োজন ও উৎসবের মধ্যদিয়ে স্পেনের বার্সেলোনায় পালিত হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। পোবলেসেকের কায়্যে অলিভেরা এর নং ৬তে বার্সেলোনার পূজা কমিটির উদ্যোগে পূজামণ্ডপের সাজসজ্জাসহ সার্বিক ব্যবস্থাপনার প্রস্তুতি নেয়া হয়।

পূজামণ্ডপে ঢাক, শঙ্খ, কাঁসা আর উলুধ্বনিতে সকল অশুভকে দমনে দুর্গতি নাশিনী দেবী মা দুর্গাকে আবাহনের আহ্বান জানান হয়। বিনম্র শ্রদ্ধা আর উৎসাহ-উদ্দীপনায় এ মহোৎসবের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পর্যন্ত বার্সেলোনায় বসবাসরত বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুরু হতে শেষ দিন পর্যন্ত প্রতিদিন দেবীর সন্তুষ্টি বিধানে পূজা অর্চনা ও আনন্দ গানে অংশগ্রহণ করেন বার্সেলোনায় বসবাসরত বিপুলসংখ্যক হিন্দু জনগোষ্ঠী।

ক’দিনের আনন্দ পেরিয়ে মন খারাপের দশমীতে বিচ্ছেদের বিজয়া লগ্নে দেবীর বিসর্জন দেন বার্সেলোনা সম্মিলিত পূজা কমিটির নেতৃবৃন্দসহ অনেক হিন্দু ধর্মাবলম্বী বার্সেলোনাবাসী।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :