আইয়ুব বাচ্চু স্মরণে শফিক তুহিন

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৯, ১০:০৫

বাংলা ব্যান্ড জগতের কিংবদন্তি নাম আইয়ুব বাচ্চু। তিনি শুধু তুমুল জনপ্রিয় গায়কই ছিলেন না, ছিলেন দেশসেরা গিটারিস্টও। সংগীত জগতের আকাশ থেকে এই উজ্জ্বল নক্ষত্রটির পতন হয় গত বছরের ১৮ অক্টোবর। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আইয়ুব বাচ্চু। আগামী ১৮ অক্টোবর কিংবদন্তি এই ব্যান্ড তারকার মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে।

আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সতীর্থ, সহকর্মী ও শিষ্যদের রয়েছে নানা পরিকল্পনা। সম্প্রতি তেমনই এক পরিকল্পনার কথা জানিয়েছেন গায়ক ও সুরকার শফিক তুহিন। প্রয়াত আইয়ুব বাচ্চুর অন্যতম শিষ্য তিনি। আইয়ুব বাচ্চুর অনুপ্রেরণা ও উৎসাহেই সংগীত জগতের অনেকগুলো সিড়ি পেরিয়ে অনেক দূর উঠে এসেছেন শফিত তুহিন।

আইয়ুব বাচ্চুর এই শিষ্য জানালেন, গুরুর স্মরণে ‘গিটার জাদুকর’ নামে একটি গান বেঁধেছেন তিনি। গানটি খুব শিগগির বাংলা টিভির সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মোর জিরোর ব্যানারে অডিও-ভিডিও আকারে প্রকাশ পাবে। আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখেই গানটি তৈরি করা হয়েছে বলে শফিক তুহিন উল্লেখ করেন।

‘গিটার জাদুকর’ গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন নিজেই। গায়ক জানান, ‘গানটির অডিও রেকর্ডিং শেষ। বর্তমানে চলছে একটি সুন্দর ভিডিও নির্মাণের কাজ।’

আইয়ুব বাচ্চু সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘বস মাথার ওপর হাত না রাখলে হয়তো সংগীতের এই পর্যন্ত আসা হতো না আমার। আমি গান দিয়ে যতটুকু অর্জন করেছি তার সিংহভাগই আইয়ুব বাচ্চুর অবদান। তার অনুপস্থিতিতে আমার মনটা জ্বলে।’

তিনি আরও বলেন, ‘আইয়ুব বাচ্চুর সুর, সাহস আর উদ্যোগে আমার কথায় প্রথম পুরো একটি অ্যালবাম প্রকাশ হয় ক্যারিয়ারের শুরুর দিকে। ‘মন জ্বলে’ নামে সেই অ্যালবামটি প্রকাশের পর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মূলত এসব স্মৃতি আর ঋণের জালে আটকা পড়েই ‘গিটার জাদুকর’ গানটি করেছি।’

ঢাকাটাইমস/১১অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :