বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর রাজিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৩১

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর পদে আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেন। পরে তার পদত্যাগপত্র গৃহিত হলে আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমানকে প্রক্টর পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় প্রক্টরের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদিপ্রাপ্য হবে বলে চিঠিতে আরো উল্লেখ করা হয়।

এদিকে সহকারী অধ্যাপক রাজিউর রহমান প্রক্টর হিসেবে নিযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন একাংশের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। ওইদিন থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া। টানা ১২ দিনের আন্দোলনের পর গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :