দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় গণমিছিল

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ১৮:২৮

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এবং সাতক্ষীরায়ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিলম্বে অভিযান পরিচালনার দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেটের শহীদ আলাউদ্দীন চত্বর থেকে এ গণমিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাকাপুলের উপর সমাবেশে মিলিত হয়।

গণমিছিল ও সমাবেশে বক্তারা বলেন, ‘যদি বাংলাদেশে দুর্নীতি না হতো- তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নতির চূড়ায় পৌঁছে যেত। দুর্নীতিবাজদের কারণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। সে কারণে জননেত্রী শেখ হাসিনার প্রথমেই নিজের দলের ভেতরের দুর্র্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে।’

এই অভিযান সারাদেশে ছড়িয়ে দেয়ার সাথে সাথে সাতক্ষীরায়ও অবিলম্বে পরিচালনার দাবি জানান বক্তারা।

নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- আব্দুল মালেক সোনা, ইমাম বারী, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সহসভাপতি সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, আবেদুর রহমান, ওসমান গণি, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সায়েম ফেরদৌস মিতুল, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি শেখ নুরুল হক, ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার সভাপতি এসএম বিপ্লব প্রমুখ।

নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় আরো ছিলেন- নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার যুগ্ম সম্পাদক রওনক বাসার, সাংগঠনিক সম্পাদক মেহেদী আলী সুজয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, আইন সম্পাদক ইকবাল লোদী।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএ)