বাল্যবিয়ে বন্ধ, বরের বাবাকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৯, ২২:০৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে এ ঘটনা ঘটে।এসময় বরের বাবা অজিউল্লাহকে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

জানা গেছে, কনে রাগৈ গ্রামের স্বর্ণকার বাড়ির তাজুল ইসলামের কন্যা। সে রাগৈ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে।একই ইউনিয়নের শিমুলিয়া গ্রামের নতুন বাড়ির অজিউল্লার ছেলে সাগরের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। পরে ঘটনাস্থলে গিয়ে বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকাটাইমস/১১অক্টোবর/আরএস/এলএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :