বাংলাদেশে আসছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১১:২০ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৯, ১১:১৯

নভেম্বরে আর্জেন্টিনা-ভেনিজুয়েলার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার খবরটি মোটামুটি সবারই জানা। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। উচ্ছ্বাসের ঢেউয়ে হাওয়া লাগিয়ে এবার আরো চমকপ্রদ সংবাদ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মুজিব বর্ষকে কেন্দ্র করে ফুটবল বিশ্বের মহাশক্তিধর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে বাংলাদেশে আনা হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরটাকে মুজিববর্ষ নামে অভিহিত করা হয়েছে। মুজিববর্ষে ক্রীড়ায় থাকবে নানান আয়োজন। তবে বাংলাদেশ সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল। তাই মুজিববর্ষে ফুটবলে থাকবে নানান চমক।’

মুজিববর্ষে আসতে পারে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপ জয়ী পেলে! মুজিববর্ষে বার্সেলোনা - রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোকেও আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।

এছাড়া আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মেসিদের আসার আগেই ঢাকা সফর করবেন তিনি। আসছে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশে পা রাখবেন ফিফার নবম প্রেসিডেন্ট। দ্বিতীয় ফিফা প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করবেন জিয়ান্নি ইনফান্তিনো।

কাতার-বাংলাদেশ ম্যাচে স্টেডিয়ামে গ্যালারিতে উপচে পড়া দর্শক দেখে প্রতিমন্ত্রী বলেন, ‘এত দর্শক দেখে মনে হচ্ছে ফুটবলের জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি।’

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :