আবরার হত্যার আরেক আসামি মোয়াজ গ্রেপ্তার

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ১৩:৪১ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ১৩:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। তার নাম মোয়াজ আবু হুরায়রা।

শনিবার বেলা ১১টার দিকে উত্তরার ১৪নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর ওই হত্যা মামলাটিতে ১৯ জনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার মোয়াজের বাবার নাম মাশরুর-উজ-জামান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পিরপুরে। তিনি বুয়েটের ইইই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তিনি আবরার হত্যা মামলার ১৮ নম্বর আসামি।

ফেসবুকে একটি স্ট্যাটাসের সূত্রে গত রবিবার দিবাগত রাতে আবরার ফাহাদকে পিটিয়ে খুন করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভে তোলপাড় চলছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় বুয়েট শাখার সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া হত্যায় জড়িত অভিযোগে ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ঢাকাটাইমস/১২অক্টোবর/এসএস/এমআর