তাহিরপুরে দুই লাখ টাকার বেড়জাল ধ্বংস

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ১৭:১০

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের তাহিরপুরে দুই লক্ষাধিক টাকার তিনটি বেড়জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন মিয়ারচর এলাকায় যাদুকাটা নদী থেকে এসব অবৈধ বেড়জাল জব্দ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় তিনি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতকে মৎস সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা প্রদান করেন। পরে আটকৃত বেড় জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এ সময়ে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আমির উদ্দি, এ এস আই জহিরুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১২অক্টোবর/ইএস