বুধবার ঢাকায় আসছেন ফিফা সভাপতি

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ১৮:০০ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ১৮:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী বুধবার ঢাকায় আসছেন বিশ্ব ফটুবলের নির্বাহি সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশ ঘুরলেও এশিয়ার কোন দেশে আসেননি তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার বিকেলে ঢাকা পৌঁছবেন তিনি।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের ‘এশিয়ায় গুডউইল সফর’ হিসেবে অভিহিত এ সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন শনিবার সাংবাদিকদের জানান, মঙ্গোলিয়া থেকে বুধবার বিকেলে ইনফান্তিনোর ঢাকা পৌঁছার কথা রয়েছে।

বুধবার পৌঁছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ফিফা সভাপতির। ঢাকায় বিভিন্ন কর্মসুচিতে অংশ গ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেলে লাওসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ফিফা সভাপতির।

ফিফার চতুর্থ সভাপতি হিসেবে বাংলাদেশে আসছেন ইনফান্তিনো। এর আগে ১৯৮০-৮১ সালে ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হোয়াও হ্যাভেলেঞ্জ। ফিফা সভাপতি হিসেবে সেপ ব্লাটা দুইবার ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশ সফর করেছিলেন।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এসইউএল)