সীতাকুন্ডে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ০৮:৪৭
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুন্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন নীলফামারীর ডোমার থানার দিগন্তপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও সীতাকুন্ডের বাড়বকুড় ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাসুদ (২০)। আহত শ্রমিকের নাম মারজান।

স্থানীয় সূত্র জানিয়েছে, সীতাকুন্ড উপজেলাধীন কুমিরা সাগর পাড়ে অবস্থিত মো. মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ নামক শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিতকৃত একটি স্ক্র্যাপ জাহাজে কাটিংয়ের কাজ করছিলেন কিছু শ্রমিক। এর মধ্যে কয়েকজন শ্রমিক বিকাল ৫টার দিকে তেলের ট্যাংকিতে প্রবেশ করে তেল নিষ্কাশনের সময় সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম ও মো. মাসুদকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার এএসআই মো. আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা