জেলে যেতে পারেন আমিশা

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ১০:১৮

বিনোদন ডেস্ক

আর্থিক প্রতারণা ও চেক বাউন্সের ঘটনার জেরে বলিউড অভিনেত্রী আমিশা পাটেলের বিরুদ্ধে শনিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাঁচির একটি আদালত। অজয় কুমার সিং নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে যে মামলা চলছিল, সেই ঘটনাতেই নায়িকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়েছে। আমিশাকে ধরতে রাঁচি পুলিশ খুব শিগগির মুম্বাই যাবে বলে খবর।

অভিযোগকারী অজয় সিংয়ের দাবি, ‘আমিশা পাটেল ও তার ব্যবসায়ী পার্টনার কুনাল একটি ছবি তৈরির জন্য আড়াই কোটি টাকা নিয়েছিলেন। তারা কথা দিয়েছিলেন, ২০১৮ সালে ছবিটি মুক্তির পর সেই টাকা ফেরত দিয়ে দেবেন। কিন্তু ২০১৮ সালে আমিশার কোনো ছবিই মুক্তি পায়নি। আমিশার কাছে টাকা দাবি করলে তিনি তিন কোটি টাকার একটি চেক দিয়েছিলেন। কিন্তু সেটি বাউন্স করে।’

অজয় আরও বলেন, ‘এর পর থেকে বহু বার ফোন করেও আমিশা ও তার ব্যবসায়ী পার্টনার কুনালকে পাওয়া যায়নি। নায়িকাকে আইনি নোটিস পাঠানো হয়েছিল। সেটারও কোনো উত্তর দেননি। গত বছর আমি রাঁচির আদালতে অভিযোগ জানাই। এবার রাঁচির আদালত আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’

শুধু এই ঘটনাটি নয়, ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকা আমিশার বিরুদ্ধে টাকা নিয়ে একটি অনুষ্ঠানে হাজির না হওয়ার অভিযোগও উঠেছে। সেটিও রাঁচির ঘটনা। গত বছরের ফেব্রুয়ারি মাসে এক ইভেন্ট কোম্পানি আমিশার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএইচ