বৃহৎ শক্তি হিসেবে ইরানের প্রতি সম্মান দেখান: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১০:৫২

একটি বৃহৎ শক্তি হিসেবে ইরানের প্রতি সম্মান দেখানোর জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশা টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিঃসন্দেহে ইরানের মতো শত শত বছরের পুরনো বৃহৎ শক্তির নিজস্ব কিছু স্বার্থ রয়েছে এবং তার প্রতি সকল দেশের সম্মান প্রদর্শন করা উচিত’।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের স্বার্থ রক্ষার বিষয়টিতে সব দেশের মনযোগী হওয়া উচিত।

ভ্লাদিমির পুতিন ওই সাক্ষাৎকারে পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়টিকে রাশিয়া নিজের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করে।

পুতিন এমন সময় এই মন্তব্য করেছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। পরমাণু চুক্তি থেকে বের হয়ে ধারাবাহিকভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে হোয়াইট হাউস।

সম্প্রতি ইরানের তেল ট্যাংকারে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। সৌদির জেদ্দা বন্দরের কাছে লোহিত সাগরে ঘটা এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। এই হামলার যোগ্য জবাব দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ঢাকা টাইমস/১৩অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :