‘ভারতের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি’

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৩:৪১

‘বর্তমান সরকার অবৈধ। এরা জনগণের ভোটে নির্বাচিত নন। আর তাই তো দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা একের পর এক ভারতের সঙ্গে চুক্তি করছে।’ এমন অভিযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা শরীফুজ্জামান শরীফ।

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির একাংশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন অভিযোগ করেন।

রবিবার বেলা ১১টায় শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গণে পুলিশি বেস্টনির মধ্যে এই সমাবেশ হয়।

সমাবেশে শরীফুজ্জামান শরীফ সরকারের সমালোচনা করে বলেন, ‘গত ১০ বছরে ভারত থেকে এক ফোটাও তিস্তার পানি আনতে পারেনি সরকার। অথচ ভারত চাওয়ামাত্রই ফেনী নদীর পানির চুক্তি করল- যা দেশবিরোধী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাইরে থাকলে কোনভাবেই অবৈধ এ চুক্তি করতে পারত না। আর তাই মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে।’

সমাবেশে বুয়েট ছাত্র আবরার হত্যা নিয়েও সরব বক্তব্য রাখেন বিএনপির এ নেতা।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহানারা পারভীন, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক রাজীব খান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু।

সমাবেশে চুয়াডাঙ্গা জেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :