ইউরোর মূল পর্বে ইতালি

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ১৪:০৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারেনি ইতালি। বাছাইপর্ব থেকেই বাদ পড়ে তারা। কিন্তু চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ইউরো ২০২০ এর বাছাইপর্বে দুর্দান্ত খেলছে। টানা সাত ম্যাচে জয় পেয়ে তারা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ শনিবার গ্রীসকে ২-০ গোলে পরাজিত করেছে ইতালি। দলের জয়ে গোল করেছেন জর্জিনহো এবং ফেডরিক বার্নারডেস্কি। নিজেদের ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টির সুবাদে দলকে লিড এনে দেন জর্জিনহো। এর ১৫ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন বার্নারডেস্কি।

এ জয়ের পর সাত ম্যাচে পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইতালি। সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গ্রিস। ইতালির সঙ্গে এ গ্রুপ থেকে ইউরো নিশ্চিতে দৌঁড়ে রয়েছে ফিনল্যান্ড। তাদের সংগ্রহ সাত ম্যাচে ১২ পয়েন্ট।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এসইউএল)