রুনির চোখে বিশ্বসেরা মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:৫৫

ম্যানচেস্টার ইউনাইটেডের স্বর্ণালী যুগের অন্যতম সেরা তারকা ছিলেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। রেড ডেভিলদের হয়ে ১৬টি শিরোপা জেতেন ‍রুনি। এর মধ্যে পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন ইংলিশ স্ট্রাইকার। দুইবার চ্যাম্পিয়নস লিগে রানারআপ হন। তার মতে বর্তমানে একমাত্র সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইডেটডে পাঁচ বছর কাটিয়েছেন ইংলিশ স্ট্রাইকার। এ সময়ে দুজনে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগে জেতেন। তবে রুনি রোনালদোর পরিবর্তে মেসিকেই সেরা হিসেবে বেছে নিলেন।

ম্যান ইউতে কাটানো ১৩ বছরে সর্বমোট চার বার মেসির বিপক্ষে মাঠে নেমেছেন রুনি। যার মধ্যে ২০০৯ এবং ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও ছিল। দুই ম্যাচেই জয়লাভ করে মেসির বার্সেলোনা। জাভি, ইনিয়েস্তা এবং মেসি মিলে তখন ইতিহাসের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় বার্সা।

রুনি তাই সর্বকালের সেরা ফুটবলার সম্পর্কে নিজের মতামত জানালেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনি জানিয়েছেন, ‘আমার মতে বার্সেলোনা হলো বিশ্বের সেরা ফুটবল ক্লাব এবং মেসিই বিশ্বসেরা ফুটবলার।’

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :