কলাবোঝাই পিকআপে ৫৮৫ বোতল ফেনসিডিল

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ১৭:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কলা বোঝাই পিকআপভ্যানে ৫৮৫ বোতল ফেনসিডিল পরিবহনের সময় দুইজনকে আটক করেছে র‌্যাব।

রবিবার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- হারুন অর রশিদ ও মোতালেব হোসেন। এ সময় আরো উদ্ধার করা হয় তিনটি মোবাইল ফোন ও নগদ ২৩ হাজার টাকা।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন ঢাকাটাইমসকে জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে কলা বোঝাই একটি পিকআপভ্যানে রাজধানীতে মাদক আনা হচ্ছে। এমন সংবাদে আশুলিয়ার নাভানা সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

র‌্যাব আরো জানায়, চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবাহী বাস, শাক-সবজি বহনকারী ট্রাক কিংবা তেলের ড্রামে মাদক বহন করে রাজধানীতে আনতো। পরে খুচরা ও পাইকারী দামে মাদক কারবারিদের কাছে বিক্রি করত। এর আগেও বেশ কয়েকটি মাদকের চালান তারা রাজধানীতে এনেছে।

ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এসএস/ইএস