মানিকগঞ্জে ইলিশ শিকারের দায়ে ১৫ জেলের দণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:৪০

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পদ্মা-যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৫ জেলের প্রত্যেককে এক বছরে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের হাকিম সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন আটকদের এ দণ্ড দেন।

এ সময় আটকদের কাছ থেকে ৬টি মাছ শিকারের ট্রলার, ১ লাখ মিটার কারেন্টজাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা থেকে ভোর পযন্ত শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে ইলিশ শিকারের সময় ১৫ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :