চামড়া শিল্প নগরীতে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ২০:২৩

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

ঢাকার হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীর নির্মাণাধীন একটি ট্যানারির পানির ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর ‘আরএএন ট্যানারি’তে এ দুর্ঘটনা ঘটে।

ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমারত হোসেন জানান, নির্মাণাধীন আরএএন ট্যানারির বন্ধ পানির ট্যাংকির ভেতর নেমে কাজ করছিলেন এক নির্মাণ শ্রমিক। এসময় বিষক্রিয়ায় তিনি নিস্তেজ হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য ট্যাংকিতে নামেন বাপ্পী নামে অপর এক ট্যানারিশ্রমিক। পরে দুজনেই সজ্ঞা হারিয়ে ফেললে তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুজনের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের একজন শ্যামপুর বাজার থেকে আনা দিনমজুর। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)