রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ২০:২৪

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি রাঙামাটির রাজবন বিহারসহ অন্যান্য শাখা বন ও বৌদ্ধ বিহারগুলোকে দিনটি পালিত হয়েছে।

রবিবার সকাল ৯টায় রাঙামাটির রাজবন বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি, হাজার প্রদীপসহ নানান দান কার্য সম্পাদন করা হয়। পুণ্যাষ্ঠানে হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে বনবিহার অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির পূণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন। দান কার্য উৎসর্গ করেন জ্ঞানপ্রিয় মহাস্থবির। পরে ধর্মালোচনা সভা হয়। ধর্মসভা শেষে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

ধর্মসভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক যুগ্ম জজ দীপেন দেওয়ান, রাজবন বিহার কমিটির সিনিয়র সহসভাপতি গৌতম দেওয়ান।

সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

এই প্রবারণা পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সাধকরা টানা তিন মাস বর্ষাবাস সমাপ্ত করে ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন।  প্রবারণা পূর্ণিমার দিন থেকে বৌদ্ধদের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান। তাই বৌদ্ধদের জন্য এই পূর্ণিমাটি বেশ গুরুত্বপূর্ণ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)