মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ২০:২৭

গাজীপুরের টঙ্গীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূর নাম সাজেদা বেগম।

রবিবার ভোর রাতে মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খুনের অভিযোগে স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে।

টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক মানিক মাহমুদ ঢাকাটাইমসকে জানান, গত কয়েক বছর আগে রুবেল মিয়া ও সাজেদার বিয়ে হয়। তারা টঙ্গীর মেঘনা রোড বস্তিতে বসবাস করে আসছিলেন। তবে মাদকাসক্ত রুবেল প্রায়ই স্ত্রীর নিকট মাদক কেনার টাকা চাইতো। এ নিয়ে শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রুবেল স্ত্রী সাজেদাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেষ্টা চালায় রুবেল। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করে। এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেন। অভিযুক্ত স্বামী রুবেল নরসিংদী জেলার ঘোড়াশাল থানার শাহী মিয়ার ছেলে।

নিহতের পিতা ফরিদ মিয়া জানান, নেশার টাকা না দিতে পারায় আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমার মেয়ে ভাঙ্গাড়ির দোকানে কাজ করে এতদিন নেশার টাকা দিয়ে এসেছে। এখন দেড় মাসের বাচ্চা নিয়ে কাজ করতে পারে না। নিহত সাজেদা তিন সন্তানের জননী।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :