রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এডিবির সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ২০:৫৫

রোহিঙ্গাদের তাদের দেশে (মিয়ানমার) ফিরিয়ে নিতে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবির) সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা এডিবির প্রতিনিধিদের বলেছি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে তারা যেন জোরালো ভূমিকা রাখে।

রবিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এডিবির প্রতিনিধির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা জনান।

অর্থমন্ত্রী বলেন, ‘এডিবির প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রোহিঙ্গারা কীভাবে এখানে বসবাস করছেন, তাও তারা দেখবেন। আমরা তাদের অনুরোধ জানিয়েছি, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে। আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গা সত্যিই আমাদের সমস্যা করছে। কারণ বিশ্বে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে। আমরা তাদের অনুরোধ জানিয়েছি বিষয়টির পক্ষে কথা বলার জন্য এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য। কারণ তারা এমন একটা প্লাটফর্মে কাজ করেন, যেখানে সবাই রয়েছে।’

‘তারা বলেছেন, আশ্রিত রোহিঙ্গারা যেন যত দ্রুত সম্ভব তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারে, এ বিষয়ে তারা আমাদের সহযোগিতা করবে।

বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এডিবির নির্বাহী পরিচালক ক্রিস পান্ডে বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশ সরকারকে সমর্থন দেব। মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে যারা বাংলাদেশে অবস্থান নিয়েছে, তাদের নিজ ভূমিতে ফিরে যেতে আমরা পদক্ষেপ নেব। এটাকে আমরা সত্যিই গুরুত্ব দিচ্ছি।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, এডিবির অল্টারনেট এক্সিকিউটিভ ডিরেক্টর এনরিক গেলন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/ ১৩অক্টোবর/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :