আইপিইউ’র অধিবেশনে বাংলাদেশের প্রস্তাবিত রেজুলেশন প্রশংসিত

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ২১:১১

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে তিন দিনব্যাপী ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৪১তম অধিবেশন রবিবার শুরু হয়েছে। স্থানীয় সময় বেলা ১১টায় অধিবেশনের প্রথম দিনে  আইপিইউ’র স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা’ সংক্রান্ত রেজুলেশন পাঠ করেন। উত্থাপিত রেজুলেশনটি উপস্থিত সবার মাঝে প্রশংসিত হয়েছে। আশা করা যাচ্ছে, এই অধিবেশনে বিধিটি সর্বসম্মতিক্রমে গৃহিত হবে। রেজুলেশনটি বাস্তবায়নের মাধ্যমে ধনী-গরিব নির্বিশেষে সবার নিজ নিজ সামর্থে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

অধিবেশনে উপস্থিত ছিলেন- বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ ১৭৬টি দেশের সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যবৃন্দ, আইপিইউ-এর সভাপতি গ্যাব্রিয়েলা কুইভাস ব্যারন, মহাসচিব মার্টিন চুংগং।

এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন সার্বিয়ার জাতীয় সংসদের স্পিকার ভ্লাদিমির সুজানা মারিনকোভিচ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)