আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ভেলাবাইচ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ২১:৫০

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা হয়েছে। এতে দশটি কলা গাছের ভেলা নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। আর এই ব্যতিক্রম অনুষ্ঠান দেখতে জড়ো হন শতশত মানুষ।

রবিবার উপজেলার টগরবন্দ ইউনিয়নের ইকরাইল গ্রামে বিকাল সাড়ে ৪টায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই ভেলাবাইচ প্রতিযোগিতা হয়। প্রত্যেক ভেলায় দুজন মাঝি বৈঠা বেয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ভেলাবাইচ শেষে সাঁতার ও ঝরাফুল প্রতিযোগিতাও হয়।

এ প্রতিযোগিতার আয়োজন করে ইকরাইল যুব সমাজ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন- টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌকির আহমেদ ডালিম, আলফাডাঙ্গা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।

ভেলাবাইচের আয়োজনকারীরা জানান, গ্রামের নদ-নদী বা বিল বাউরে ভেলায় চরার আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। সেই আনন্দকে মানুষের মাঝে ফিরিয়ে দেয়ার জন্যই এই আয়োজন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :