সৌদি তেল স্থাপনায় হামলা চালায়নি ইরান: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ১০:৩০

সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে দায়ী করার প্রচেষ্টার বিরোধিতা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার আরবি ভাষার নিউজ চ্যানেল ‘রুসিয়া আল-ইয়ায়োম’কে দেয়া এক সাক্ষাৎকারে তার এ বিরোধিতার কথা ঘোষণা করেন।

পুতিন বলেন, যে কাজে ইরানের হাত ছিল না সে কাজের জন্য দেশটিকে দায়ী করা যথাযথ হবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, অন্যায়ভাবে দায় চাপানোর প্রচেষ্টা হিতে বিপরীত ফল বয়ে আনতে পারে।

সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট অন্য এক প্রশ্নের উত্তরে বলেন, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের কেউই ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। পুতিন ইরানের পাশাপাশি আরব দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করে বলেন, আরবদের সঙ্গে ইরানিদের মতপার্থক্য নিরসনে সাহায্য করতে তিনি প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের অন্যতম দুটি তেলস্থাপনায় একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে ক্ষতির সম্মুখীন হয়ে তেল উৎপাদন অর্ধেকে নামিয়ে আনে সৌদি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলায় দায় স্বীকার করলেও সৌদি ও মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনায় ইরানকে দায়ী করেছে।

ঢাকা টাইমস/১৪অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :