‘ইরানি তেল ট্যাংকারের সাহায্যের আবেদনে কেউ সাড়া দেয়নি’

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ১১:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইরানি তেল ট্যাংকারকে সাহায্য করার আবেদনে আশপাশের কোনো সমুদ্রবন্দর সাড়া দেয়নি বলে জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এটি আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবীয় মূল্যবোধের পরিপন্থি ঘটনা।

গত শুক্রবার লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী ইরানি তেল ট্যাংকার ‘সাবিতি’র ওপর আধাঘণ্টার ব্যবধানে দুইবার ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ট্যাংকারটির ক্ষতি হলেও কোনো ক্রু এতে হতাহত হননি।

এরপর সৌদি কোস্ট গার্ড শনিবার দাবি করে, তারা ইরানি তেল ট্যাংকারের ক্যাপ্টেনের কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর এটির সাহায্যে এগিয়ে যেতে চেয়েছিল। এ দাবি সম্পর্কে ইরানের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা রবিবার এক বিবৃতিতে বলেছে, জাহাজটি শনিবার গ্রিনিচমান সময় ৫টা ১১মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত ১৬ বার আশপাশের বন্দরগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

ওই সংস্থা আরো বলেছে, কারো কাছ থেকে সাহায্যের আশ্বাস না পেয়ে জাহাজটির ক্যাপ্টেন গ্রিনিচমান সময় ৮টা ২০মিনিটে সৌদি আরবের জেদ্দা, মিশর ও সুদানের উদ্ধার কর্তৃপক্ষের কাছে ইমেইল পাঠান। ওই ইমেইলে তিনি জানান, তার জাহাজটি সম্ভবত সন্ত্রাসীদের দু’টি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে; কাজেই তার জরুরি সাহায্যের প্রয়োজন।

ইরানের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক সংস্থার বিবৃতিতে বলা হয়, এরপর ক্ষতিগ্রস্ত জাহাজটির সবচেয়ে নিকটবর্তী বন্দর সৌদি আরবের জেদ্দায় ইরানের পক্ষ থেকে বারবার সাহায্যের আবেদন জানানো সত্ত্বেও তারা সাড়া দেয়নি।

ঢাকা টাইমস/১৪অক্টোবর/একে