বিরল রেকর্ড গড়ল স্পেন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:১৪ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ১২:০৮

নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে আলোচনায় ছিলেন অধিনায়ক সার্জিও রামোস। কেননা ওই ম্যাচের মাধ্যমেই লাল জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার খেতাবটি জিতে নেন এই ডিফেন্ডার। রামোসের আগে এই রেকর্ড তারই সাবেক ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াসের দখলে ছিল। ১৬৭টি ম্যাচে উপস্থিত থেকে ক্যাসিয়াস এই রেকর্ডটি গড়ে ছিলেন।

নরওয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ১৬৮তম ম্যাচে খেলতে নামেন রামোস। এরই মধ্য দিয়ে রেকর্ডটি নিজের করে নেন রামোস।

এই ম্যাচের মধ্য দিয়ে আরো একটি বিরল রেকর্ডের জন্ম দিলেন স্প্যানিশ কোচ রবার্তো মরেনো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তিনি খেলোয়াড়দের এমন একাদশ তৈরি করেন, যাদের সবাইই ভিন্ন ১১টি ক্লাবে জড়িত রয়েছেন।

স্পেন বসের কাছে প্রবীণদের গ্রহণযোগ্যতা যেমন, তেমনই নবীণদের জন্যও তার দ্বার খোলা।

২০২০ ইউরো যখন প্রায় নিশ্চিত তখনই পরীক্ষা-নিরীক্ষার মাত্রা আরও বাড়িয়ে দিলেন মরেনো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তার নির্বাচিত প্রথম একাদশটি ছিলো যা রীতিমতো বিস্ময়করও অবিশ্বাস্য। শুরুর একাদশের ১১ জনই যে ছিলো বর্তমানে ভিন্ন ১১ টি ক্লাবের!

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :